
খোলামেলা জ্যাকলিন
আগস্ট ১২, ২০১৯বলিউডের মেনস্ট্রিম কর্মাশিয়াল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৩৪ বছরে পা দিলেন। সেই উপলক্ষেই পরিবার, বন্ধুবান্ধব-সহ শ্রীলঙ্কা পাড়ি দিয়েছেন মার্ডার ২-এর অভিনেত্রী। সেখান থেকেই ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলো মন কাড়বে সকলেরই।
কখনও ‘ফ্রেন্ডস গ্যাং’-এর সঙ্গে বিচের ধারে হই হুল্লোড়। কখনও বা ‘কাউবয় হ্যাট’ হাতে নিয়ে পোজ। ‘পার্টি’ যে সত্যিই শুরু হয়ে গিয়েছ জ্যাকলিনের ইনস্টা পোস্টগুলো সে কথাই বলে দিচ্ছে।
বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করে জ্যাকলিন লিখেছেন, ‘পছন্দের মানুষদের সঙ্গে পছন্দের জায়গায়।’ ছবির পাশাপাশি ‘বার্থ ডে ব্যাশ’-এর ভিডিও শেয়ার করেছেন তিনি। সব মিলিয়ে শ্রীলঙ্কায় যে দারুণ সময় কাটাচ্ছেন ‘ হাউজফুল ৩’ খ্যাত অভিনেত্রী, সে কথা আন্দাজ করাই যায়।
জ্যাকলিনের জন্মদিনে তার টুইটারও ভরে উঠেছে বলি-স্টারদের শুভেচ্ছা বার্তায়। ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর, দিয়া মির্জা থেকে মাধুরী দীক্ষিত শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
শোনা যাচ্ছে, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত মহেশ ভাট পরিচালিত , স্মিতা পাটিল অভিনীত ‘অর্থ’-এর রিমেকে দেখা যাবে জ্যাকলিনকে।