
এ সময়ে প্রভা
আগস্ট ২৫, ২০১৯ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সময়ে টিভি নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
ঈদে তার অভিনীত ‘মেঘ ও তারার গল্প’, ‘ডেকুর’সহ কয়েকটি নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। ছোট পর্দার বাইরে এই অভিনেত্রীর হাতে ‘রুপবতি’ শিরোনামের একটি চলচ্চিত্রও আছে। এটিতে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের বিপরীতে।
গেল বছর এই ছবির কথা জানান নির্মাতা অঞ্জন আইচ ও প্রভা। তবে এখনো এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়নি।