
আরও একবার ”লেডি কিলার” তিশা !
জুলাই ২০, ২০১৯আরও একবার ”লেডি কিলার” হিসেবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গেলো গত রোজার ঈদে অন্যতম আলোচিত নাটক হিসেবে উঠে এসেছিল নুসরাত ইমরোজ তিশা অভিনীত ”লেডি কিলার” নাটকটি। নাটকটি প্রচারের পর তা ব্যাপকভাবে প্রশংসিত হয় দর্শক-সমালোচকদের কাছে। তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে নাটকটির সিক্যুয়েল ”লেডি কিলার ২”।
বিষয়টি নিশ্চিত করে এর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানালেন, এরইমধ্যে ”লেডি কিলার ২” নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। গত ১৩ ও ১৪ জুলাই নাটকটির শুটিং হয়েছে। এবারের নাটকটি প্রসঙ্গে বান্নাহ বললেন,”লেডি কিলার নাটকটি যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে শুরু হবে ”লেডি কিলার ২” এর গল্প। এবারের গল্পে সমাজের বেশ কিছু দুর্নীতির বিরুদ্ধে তিশাকে লড়তে দেখা যাবে। আর আগের নাটকটির মতো এ নাটকেও তিশার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসানকে।”
নাটকটিতে তিশা-তাহসান ছাড়াও আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, সিয়াম নাসির, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ। আসছে কোরবানির ঈদে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।