
সুইডেন-ডেনমার্কে গান শোনাবেন জেমস
জুন ২৬, ২০১৯বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের তুমুল জনপ্রিয় শিল্পী জেমস। বলিউডের ছবিতে গান গেয়ে তিনি ভারত মাতিয়েছেন। এছাড়া কনসার্টে ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালিসহ ইউরোপের নানা দেশে শো করেছেন তিনি।
এবার শো করবেন ইউরোপের আরো দুটি দেশে। দেশ দুটি হচ্ছে সুইডেন ও ডেনমার্ক। ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোম এবং ২৯ জুন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গান করবেন জেমস।
শো দুটির আয়োজন করেছে যথাক্রমে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেনমার্ক এবং ফেস মিডিয়া ইভেন্ট। শো দুটিতে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে দেশ ছেড়েছেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রবিন ঠাকুর।
তিনি বলেন, অনেক আগে থেকেই এ দুটি দেশে শোর ব্যাপারে কথা হচ্ছিল। এবার সবকিছু মিলেছে বলে আমরা যাচ্ছি। দেশ দুটির প্রবাসী বাঙালিরা জেমস ভাইয়ের শো দেখার অপেক্ষায় আছেন। খুব ভালো কিছু হতে যাচ্ছে বলেই আমাদের বিশ্বাস।
জানা গেছে, শো শেষে ১ জুলাই দেশে ফিরবেন এই তারকা।