
সারা-কার্তিক কোথায়?
জুন ২৩, ২০১৯বলিউডের হালের দুই আলোচিত তারকা সালা আলী খান ও কার্তিকের আরিয়ান দুজনে প্রেম করছেন। একটি টেলিভিশন শোতে সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
এরপর একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে তাদের। এবার শিমলায় দেখা গেল যুগলকে।
তবে কাজেই তারা শিমলায় গিয়েছেন। ইমতিয়াজ আলীর নতুন ছবির শুটিংয়েই শিমলা গিয়েছেন কার্তিক এবং সারা। শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল ওয়ালে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কৌতূহলী দর্শকের থেকে দূরে থাকতেই ব্যান্ডেনা এবং ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছেন কার্তিক এবং সারা।
সারা প্রকাশ্যে কার্তিকের সঙ্গে ডেটে যাওয়ার কথা বলতে অবাক হয়েছিলেন অনেকে। কিন্তু ইমতিয়াজ তার নতুন ছবির কাস্টের কথা ঘোষণা করার পর কেউ কেউ অবশ্য সারার ঘোষণাকে প্রোমোশন স্ট্র্যাটেজিও বলেছিলেন। আসল সত্যিটা কী, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি সারা।
এম