
বিয়ে করতে তুরস্কে গেলেন নুসরাত
জুন ১৭, ২০১৯জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান বিয়ের জন্য তুরস্কে উড়ে গিয়েছেন। তার সঙ্গে গিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ আরো ঘনিষ্ঠ কয়েকজন।
আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হবে নুসরাতের। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তিনি থিম অনুযায়ী পরবেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা পোশাক।
ভারতীয় গণমাধ্যমের খবর, এক একটি অনুষ্ঠানের জন্য একেক ধরনের পোশাকই পরবেন বলে জানা গেছে। বিয়ে উপলক্ষে আজ রয়েছে ইয়ট পার্টি, আগামীকাল মেহেন্দি ও সংগীত। আর ১৯ জুন বিয়ের দিন সকালে হলদি অনুষ্ঠান। বিয়ের পরে রিসেপশন।
এরপর ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত ও নিখিল। বিয়ের পরে ইউরোপের কোনো জায়গায় মধুচন্দ্রিমায় যাবেন নব দম্পতি।