
থ্রিলারধর্মী ছবি নিয়ে পূজা
জুন ১৬, ২০১৯ঢাকাই ছবির হালের নায়িকা পূজা চেরি এখন ‘শান’ নামের একটি নতুন ছবির কাজ করছেন।
তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ। ছবির প্রথম ভাগের শুটিং শেষ হয়েছে ঈদের আগে। আর ঈদের পর তৃতীয় দিন থেকে বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূজা।
এ ব্যাপারে পূজা বলেন, আমার এই ছবির কাজ টানা চলছে। জানেন,কাহিনী খুবই সুন্দর। তবে সে সম্পর্কে এখনই কিছু জানাতে চাই না। এ ছবিতেও আমার বিপরীতে সিয়ামকে দর্শকরা ভিন্নরূপে দেখতে পাবেন।
তিনি আরও বলেন, আমার চরিত্রেও থাকছে ভিন্নতা। সম্পূর্ণ থ্রিলারধর্মী একটি গল্পের ছবি এটি।
ছবির কাহিনি লিখেছেন আজাদ খান। এম রাহিম পরিচালিত ‘শান’ ছবিটির বর্তমানে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে দৃশ্যধারণ চলছে। এখানে শেষ করে ঢাকায় আরও কিছু অংশের কাজ হবে।
কুইক মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, ডনসহ অনেকে।