
”গহীনের গান” নিয়ে ঈদে আসছেন আসিফ
জুন ২৯, ২০১৯ 0 By প্রতিবেদক, বিনোদন২৪.কমআসছে ঈদ উল আযহায় মুক্তি পেতে যাচ্ছে ”বাংলা গানের যুবরাজ” খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিনীত প্রথম চলচ্চিত্র ”গহীনের গান”। পূর্ণ দৈর্ঘ্য এই মিউজিক্যাল ফিল্মের মাধ্যমেই বড় পর্দায় নায়ক হিসেবে প্রথমবারের মতো দেখা যাবে এই জনপ্রিয় শিল্পীকে। বাংলাঢোল প্রযোজিত এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।
এ প্রসঙ্গে আসিফ আকবর বললেন,”প্রথমবারের মতো আমার নয়টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল মুভি ”গহীনের গান” রিলিজ হবে এই ঈদেই। সাদাতের পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল এ মুভিটি হলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কোন ব্লকবাস্টার মুভি না,এটা হবে আনন্দ বেদনার একটা চিত্র সমীক্ষা মাত্র, যেখানে আপনার জীবন কাহিনিও খুঁজে পাবেন।” ছবিটিতে আসিফ আকবর ছাড়াও আরও অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ।
”গহীনের গান” ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান গেয়েছেন আসিফ আকবর। গানগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। আর চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ছবিটির ডিওপি হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন।