
এবার প্রযোজনায় টয়া !
জুন ১১, ২০১৯সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া এবার নামছেন প্রযোজনায়! তিনি নিজেই জানালেন এখন থেকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করবেন নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান।
এ প্রসঙ্গে টয়া বললেন,’দীর্ঘ দিন ধরেই নতুন কিছু একটা করার পরিকল্পনা মাথায় ঘুরছিল। পরে ঠিক করলাম প্রযোজনায় নামব। এখন অনেক অভিনেতা, অভিনেত্রীরা প্রযোজনা করছেন। এতে আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো হবে, সঙ্গে ব্যবসায়ও। এখনতো দর্শক ভাগ হয়ে গেছে। কিছু সংখ্যক দর্শক এখনো টিভিতে আটকে আছে, আবার কিছু সংখ্যক দর্শক ঝুঁকছে ডিজিটাল প্লাটফর্মে। প্রযোজনা যেকোনো মাধ্যমের জন্যই করতে পারি। সব মিলিয়ে আমি এখনো প্রাথমিক পর্যায়ে আছি। আপাতত মার্কেট ও কনটেন্ট যাচাই-বাছাই করছি।’
উল্লেখ্য,এবার ঈদে প্রায় এক ডজন নাটকের জন্য কাজ করেছেন টয়া।