
এই প্রথম
জুন ২৭, ২০১৯প্রথমবারের মতো বিধবা নারীর চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘জলকুমারী’।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে মৌটুসী বলেন, এটি গল্পনির্ভর একটি নাটক। এতে সমাজে অবহেলিত মানুষের জন্য এক ধরনের বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। নাটকটিতে আমাকে বিধবা চরিত্রে দেখা যাবে। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। এটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।
পান্থ শাহরিয়ার গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করছেন নিয়াজ মাহবুব। আর মৌটুসী বিশ্বাস ছাড়া আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
এদিকে খণ্ড নাটকের পাশাপাশি বর্তমানে ধারাবাহিক নাটক ও ওয়েব সিরিজেও ব্যস্ত সময় পার করছেন মৌটুসী।
তার অভিনীত ‘পাগলা হাওয়া’ ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে। এছাড়া সামনে ‘পাফ ড্যাডি’ শিরোনামের একটি থ্রিলারধর্মী ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।