
পাওলির অতীত
মে ২৯, ২০১৯অতীত ঘটনা হাতে বেড়াচ্ছেন টালিউড ও বলিউড অভিনেত্রী পাওলি দাম। হঠাৎ শুটিংয়ে পেপসি হাতে নিয়ে ছোটবেলার নস্ট্যালজিয়ায় ফিরে গেলেন তিনি।
পুরুলিয়ায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং চলছে। সেখানেই দেব এবং রুক্মিণী মৈত্রের সঙ্গে হাজির পাওলিও। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিন তারকা। প্রত্যেকের হাতেই রয়েছে ওই পেপসি স্টিক।
পাওলি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘…আমার মনে আছে স্কুলের বাইরে এগুলো কিনতাম। ছোটবেলার স্মৃতি মনে পড়ছে।’ সব কিছু ঠিক থাকলে ‘পাসওয়ার্ড’ মুক্তি পাবে চলতি বছরের পুজোয়।