
আহত জন আব্রাহাম
মে ২৫, ২০১৯বলিউড অভিনেতা জন আব্রাহাম মুম্বাইতে ছবির শুটিংয়ে আহত হয়েছেন। আনিস বাজমির কমেডি ছবি ‘পাগলপান্তি’র শুটিংয়ে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এ সময় ট্রাকে চড়ে অ্যাকশন সিকোয়েন্সের শুটিং-এ দুর্ঘটনা ঘটেছে। আগামী কয়েক সপ্তাহ চিকিৎসকরা বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেতাকে।
‘পাগলপান্তি’র টিমের এক সদস্য দুর্ঘটনার সময় শুটিংয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘‘আগামী ২০দিন জনকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। শুটিংয়ে ওই একই সিনে অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট, ইলিয়ানা, কৃতী খারবান্দাও ছিলেন।’’
এরই মধ্যে লন্ডনে ৯০ শতাংশ শুটিং হয়েছে। বাকি অংশের কাজ চলছিল মুম্বাইয়ে। আগামী জুনের মধ্যে শুটিং শেষ হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শেষ করতে পারব বলে আশা করছি।’’