
হাসপাতালে সুবীর নন্দী
এপ্রিল ১৫, ২০১৯খ্যাতিমান গায়ক সুবীর নন্দী গুরুতর অসুস্থ। রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
শিল্পীর কন্যা ফাল্গুনী নন্দী জনান, বর্তমানে একটু ভালো আছেন তার বাবা। দুশ্চিন্তার কিছু নেই। ফাল্গুনী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। সেইসঙ্গে হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতেও চিকিৎসকদের নির্দেশের কথা জানান তিনি।
১৯৬৩ সালে তৃতীয় শ্রেণীর ছাত্র। তখন থেকেই তিনি গান করতেন। এরপর ১৯৬৭ সালে তিনি সিলেট বেতারে গান করেন। তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান। লোকগানে ছিলেন বিদিত লাল দাশ। সুবীর নন্দী গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে।
প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’। দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন প্রায় আড়াই হাজারেরও বেশি গান। পেয়েছেন একুশে পদক সহ একাধীকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার