
শুভশ্রীর খবর কী?
মার্চ ১৬, ২০১৯কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শুভশ্রী। বহু হিট ছবির এই নায়িকা নাকি স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন।
এমন খবর অবশ্য অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। পরে জানা যায়, ছবিটি নাকি হচ্ছে না। নতুন খবর হলো এই রাজের পরিচালনায় ছবিটির কাজ নাকি শুরু হতে চলেছে।
ছবির নাম ‘পরিণীতা’। স্টারকাস্টও বেশ আনকমন। ছবিতে অভিনয় করবেন শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী এবং রাজের আবিষ্কার আদ্রিত।
আদতে প্রেমের গল্প হলেও ছবিতে রয়েছে বেশ কিছু টুইস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, বিয়ের পরে এই ছবিটিই হতে চলেছে শুভশ্রীর কামব্যাক ছবি।
বিয়ের পর অনেকটা খোঁজ মেজাজেই কাটিয়েছেন শুভশ্রী। বিয়ের পর এই নায়িকার ক্যারিয়ার কোন পথে যায় তা সময়ই বলে দিবে।