
মালাইকার বিয়ে ১৯ এপ্রিল
মার্চ ২৮, ২০১৯বলিউডের খ্যাতনামা আইটেম গার্ল ও অভিনেত্রী মালাইকা অরোরা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৯ এপ্রিল বিয়ে সারতে পারেন মালাইকা ও অর্জুন কাপুর। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই বিয়ে হবে খ্রিস্টান রীতিতে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের পর আলাদা করে তারা রিসেপশন দিতে পারেন মালাইকা-অর্জুন। তবে বিয়ের অনুষ্ঠান ছিমছাম রাখার পক্ষপাতী দুজনেই। পরিবার এবং হাতে গোনা কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া ইন্ডাস্ট্রির বিশেষ কাউকেই দেখা যাবে না বিয়েতে।
এই নিয়ে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধবেন মালাইকা। ২০০৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলেও রয়েছে।
কিন্তু ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির। অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে যায় বলে সেইসময় দাবি ওঠে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন।