
প্রভার কষ্ট
মার্চ ২২, ২০১৯ভীষণ কষ্টে আছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কারণ সঙ্গে তিনি সব কিছু শেয়ার করতে পারতেন, মনের কথাগুলো বলতে পারতেন, সেই মানুষটি মিডিয়া থেকে দূরে সরে গেছেন ঘোষণা দিয়ে।
আর সেই মানুষটি হলেন অভিনেতা মনোজ কুমার। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন প্রভা। আর সেই অভিনয়ের সূত্র ধরেই মনোজের সঙ্গে প্রভার সু-সম্পর্ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে মিডিয়া থেকে আড়ালে চলে যান চলতি সময়ের অভিনেতা মনোজ। প্রভা ফেসবুকের একটি পোস্টে আক্ষেপ নিয়ে লেখেন, ‘মনোজ তুই কই বন্ধু? কতো কথা জমে আছে যা শুধু তোকে বলতে পারতাম। আমার খুব কষ্টের দিনের বন্ধু তুই। অথচ কোনোদিন তোর কষ্টটা মন দিয়ে শুনলাম না।’