
আঁচলের প্রথম !
মার্চ ১৯, ২০১৯দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি এই প্রথমবারের মতো কাজ করলেন মিউজিক ভিডিওতে। আঁচলের করা ”চন্দ্র তারা” শিরোনামের এই মিউজিক ভিডিওটি মুক্ত হয়েছে ইউটিউবে। মিউজিক ভিডিওটিতে আঁচলের বিপরীতে রয়েছে মডেল-অভিনেতা সাঞ্জু জন।
এ মিজানের কথায় ”চন্দ্র তারা” গানটিতে কণ্ঠ দিয়েছেন রোজিনা খান। গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
এ প্রসঙ্গে আঁচল বললেন,”এই প্রথম আমি কোন মিউজিক ভিডিওতে কাজ করলাম। গানটির কথা,ভিডিও নির্মাণের কনসেপ্ট, কোরিওগ্রাফি- সবকিছুই আমাকে কাজটি করতে উৎসাহ দিয়েছে। কাজ করার পর ”চন্দ্র তারা” গানটির ভিডিওটি আমার খুব ভালো লেগেছে। আশা করছি সবারই এটি ভালো লাগবে।”
”চন্দ্র তারা” মিউজিক ভিডিওটির পরিচালনা ও কোরিওগ্ৰাফিতে ছিলেন হাবিব রহমান। আর এই গানটি মুক্ত হয়েছে সংগীত পরিচালক শওকত আলী ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ”ইমন শওকত” এ।