
অর্ণবের গানে মডেল মিথিলা
মার্চ ১৮, ২০১৯ছোটপর্দার অন্যতম প্রিয় মুখ মিথিলাকে এবার দেখা যাবে জনপ্রিয় সংগীত শিল্পী অর্ণবের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে। বর্তমানে মিথিলা এই মিউজিক ভিডিওটির শুটিং এর কাজে কলকাতায় অবস্থান করছেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন একালভ্য চৌধুরী। আর কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জী এই মিউজিক ভিডিওটির লাইন প্রোডিউসার হিসেবে কাজ করছেন।
এ প্রসঙ্গে মিথিলা জানালেন,’অর্ণবের সাথে কাজ করাটা সবসময়ই আনন্দদায়ক। এই প্রথম আমি অর্ণবের কোন গানের মিউজিক ভিডিওতে কাজ করছি। ভালো লাগছে কাজটি করতে। আরো ভালো লাগছে সৃজিত মুখার্জীর মতো একজন গুণী নির্মাতাও এর নির্মাণের সাথে জড়িয়ে থাকায়। আশা করছি সবার ভালো লাগবে এই গান এবং এর মিউজিক ভিডিওটি।’
জানা গেছে,এই মিউজিক ভিডিওতে মিথিলা ছাড়াও আরও দেখা যাবে কলকাতার অভিনেতা ইন্দ্রাশিষ রায়, অনিন্দ্য চ্যাটার্জীকেও। আর এই গানটিও সামনেই কোন উপলক্ষে মুক্ত করা হবে।