
”অবতার” নিয়ে আসছেন মাহি
মার্চ ৫, ২০১৯জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার হাজির হতে যাচ্ছেন তার নতুন ছবি ”অবতার” নিয়ে। মাহমুদ হাসান শিকদার পরিচালিত এই ছবিটি মুক্তির লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যেই সেন্সরবোর্ডে জমা হতে যাচ্ছে বলে জানা গেছে। এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নবাগত জে এইচ রুশো।
এ প্রসঙ্গে মাহি বললেন,”এ ছবির কাহিনীটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে ছবিটিতে কাজ করে। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি একটি আইটেম গানেও পারফর্ম করেছি। ”রঙিলা বেবি” শিরোনামের এই আইটেম গানটি ছবির গল্পের প্রয়োজনেই রাখা হয়েছে। এটি গল্পের একটি অংশের গান, আলাদা করে সংযোজন নয়। এই গানটিও দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।”
উল্লেখ্য,এক বছর আগে পাবনায় ”অবতার” ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। এ ছবিতে মাহি, আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।