
ভালোবাসার দিনে পরীমনি-তামিমের বাগদান সম্পন্ন
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ভালোবাসার দিনে বাগদান সম্পন্ন হলো জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবং সাংবাদিক তামিম হাসানের। গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভালোবাসা দিবসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এর পরপরই তামিম হাসান ফেসবুকে সিঙ্গেল থেকে ”গট এনগেজ টু পরীমনি” স্ট্যাটাস দেন। এ সময় ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি কেকও কেটেছেন তারা। অন্যদিকে পরীমনি ভালোবাসা দিবসে তার তামিমের সঙ্গে লাল রঙের পোশাক পরে বেশকিছু রোমান্টিক ছবি ফেসবুকে প্রকাশ করেন।
এ প্রসঙ্গে পরীমনি বললেন,”দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়েছে আমাদের। খুব শীগ্রই সবাইকে নিয়ে একসাথে অনুষ্ঠান করবো।”
উল্লেখ্য,২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারিতে শুরু হয় পরীমনি ও তামিম হাসানের প্রেম। দীর্ঘ তিন বছর প্রেমের পর তাদের বাগদান সম্পন্ন হলো।