বলিউড সুপারস্টার সালমান খান ও সেনসেশনাল নায়িকা ক্যাটরিনা কাইফ ‘ভারত’ ছবির শুটিং করছেন।
ছবির কাজ প্রায় শেষের পথে। এখন বাকি ছিল শুধু একটি গানের শুটিং। যেটি কিনা ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবির সেই বিখ্যাত গান ‘ও ও জানে জানা’ গানের রিমেক।
জানা গেছে, আপাতত ওই গানের শুটিং স্থগিত রেখেছেন সালমান খান। সেই কারণ নাকি ক্যাটরিনা।
গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ক্যাটরিনা। সেকারণে চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। ছবির একটি অ্যাকশন দৃশ্যের কাজের সময় পায়ে ব্যথা পান ক্যাটরিনা। ক্যাটরিনার পা একটু ঠিক হলেই আবারও গানের অনুশীলন করবেন এবং শুটিং শেষ করবেন।
১৯৯৮ সালের একটি অন্যতম হিট ছবি ‘ও ও জানে জানা’ গানটি ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’। ছবির পরিচালক ছিলেন সালমানের ভাই সোহেল খান। আর পুরনো গানটি সুর দিয়েছিলেন যতীন-ললিত।