
শুভ জন্মদিন ধ্রুব গুহ
জানুয়ারি ১৪, ২০১৯তিনি নিজেকে প্রফেশনাল না, শখের সঙ্গীত শিল্পী বলে থাকেন। এই শিল্পীর ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’, ‘তোমার উঁকিঝুঁকি’, ‘তোমার ইচ্ছে হলে’, আদরে রাখিও বন্ধু’ কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।
গানের নামগুলো জানার পর হয়তো পাঠক বুঝতে কারো বাকি নেই কার কথা বলা হচ্ছে। তিনি আর কেউ নন ধ্রুব গুহ।
বাংলা গানের খারাপ সময়ে তিনি ধ্রুব মিউজিক স্টেশন নামে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে নতুন ও পুরনো শিল্পীদের নিয়মিতভাবে গান প্রকাশিত হচ্ছে।
মিউজিক ইন্ডাস্ট্রির খারাপ সময়ে বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান চালু করে তিনি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বাংলা গানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য আগ্রনী ভূমিকা পালন করছেন।
সেকারণে তাকে মিউজিক মুঘল খ্যাতি দিয়েছেন আরেক জনপ্রিয় সঙ্গীত তারকা বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। আজ ১৪ জানুয়ারি মিউজিক মুঘলের জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভ জন্মদিন ধ্রুব গুহ।