
বিকিনি পরা ছবি পোস্ট করে ভাইরাল সারা
জানুয়ারি ৬, ২০১৯‘বিদায়ী’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। এরপর অল্প সময়েই টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। বলছি টেলিভিশন অভিনেত্রী সারা খানের কথা।
কিন্তু, বিভিন্ন সময়ে নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কখনও বিকিনি পরে ছবি শেয়ার করার জন্য, আবার কখনও স্নান করতে গিয়ে আচমকাই ভাইরাল হয়ে যায় তার নগ্ন ছবি। সবকিছু মিলিয়ে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রে থাকেন এই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। খবর জি নিউজের।
যদিও বিতর্ক তাকে যেভাবেই ঘিরে থাকুক না কেন, সারা খান কিন্তু মনের জোর কখনও হারাননি। আর সেই কারণেই এবার ইনস্টাগ্রামে ফের নিজের বিকিনি ছবি শেয়ার করেন। আর যা দেখে নেটিজেনদের একাংশ জোর সমালোচনাও শুরু করে দিয়েছে।
তবে শুধু সারা খান-ই নন, দিশা পাটানি থেকে শুরু করে কারিনা কাপুর খান কিংবা ফাতিমা সানা শেখ কিংবা মালাইকা অরোরা, বিভিন্ন সময় নেটিজেনদের বিভিন্ন রকম সমালোচনার মুখে পড়তে হয় বলিউডের একাধিক তারকাকে।