শুরু মডেল হিসেবে শোবিজে পরিচিতি লাভ করেন আইরিন সুলতানা। পরবর্তীতে সিনেমার নায়িকা হিসেবে দর্শক মহলে প্রশংসিত হন এই গ্লামারাস নায়িকা।
এবার দুই নির্মাতার নতুন দুটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন আইরিন। আইরিন বলেন, আজ অনন্য মামুনের পরিচালনায় ‘পার্টনার’ ওয়েব সিরিজে কাজ শুরু করতে যাচ্ছি। দারুণ একটি গল্প। ঢাকার বিভিন্ন লোকেশনের শুটিং শুরু হবে। এখানে আমার সহশিল্পী হিসেবে তানহা তাসনিয়া, ইমতু, ফারহান খান রিও অভিনয় করবেন।
এ কাজের বাইরে সৈকত নাসিরের ‘ট্র্যাপড’ ওয়েব সিরিজে কাজ করব। এ মাসের শেষদিকে এর শুটিং শুরু হবে। ঢাকার পর ইন্দোনেশিয়ার বালিতে এর শুটিং করব আমি। আমি কাজ দুটি নিয়ে আশাবাদী। ‘ট্র্যাপড’-এ আইরিনের সহশিল্পী হিসেবে দর্শকরা ফারহান খান রিও, আমান রেজা, এ কে আজাদ আদরকে দেখতে পাবেন।