
মধুমিতা সরকারের চমক
ডিসেম্বর ২, ২০১৮‘ইমন’কে মনে পড়ছে? ঠিকই ধরেছেন ধারাবাহিক ‘কুসুম দোলা’র ‘ইমন’। অর্থাৎ মধুমিতা সরকার। তিনি নাকি সারপ্রাইজ দিতে চলেছেন?
কদিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মধুমিতা। দেখা যাচ্ছে নাচ প্র্যাকটিস করছেন তিনি। কিন্তু ক্যাপশনে সারপ্রাইজের ইঙ্গিত দিয়েছেন মধুমিতা। আর তার জন্য অপেক্ষাও করতে বলেছেন তিনি।
মধুমিতা নাচে পটু। সে প্রমাণ আগেও দিয়েছেন। কিন্তু এ বার কোনও অনুষ্ঠানের জন্য রিহার্সাল করছেন কি? না! এখনই খোলসা করেননি তিনি।
‘কুসুমদোলা’র পর এখনই অন্য কোনও ধারাবাহিকে যুক্ত হচ্ছেন না মধুমিতা। সে কথা আগেই জানিয়েছিলেন। ২০১১ থেকে টানা ধারাবাহিকের কাজ করছেন। কখনও দু’মাস, কখনও বা তিন মাসের বিরতি নিয়েছেন। এবার অন্য কিছু করতে চান তিনি।