চলতি নভেম্বরে ইতালির লেক কোমোতে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দেশে ফিরে বেঙ্গালুরু এবং মুম্বাই মিলিয়ে তিনটে রিসেপশনও হয়েছে। ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। কিন্তু বিয়ের পর কতটা বদলেছে জীবন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, বিয়ে তাঁর জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা। রণবীর এবং তিনি দু’জনেই কাজে ব্যস্ত। কিন্তু প্রতিদিন একসঙ্গে ঘুম থেকে ওঠার অভিজ্ঞতা এককথায় অসাধারণ।
এই মুহূর্তে ‘সিম্বা’র প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। সে কারণেই হনিমুনও পিছিয়ে দিয়েছেন নায়ক। অন্যদিকে মেঘনা গুলজারের একটি ছবি নিয়ে ফ্লোরে ফেরার অপেক্ষায় রয়েছেন দীপিকা। তবে আমির খানের বিগ বাজেট প্রজেক্ট ‘মহাভারত’ নাকি ছেড়ে দিয়েছেন নায়িকা।
শোনা গিয়েছে, ওই ছবির জন্য যতটা সময় দেওয়া প্রয়োজন, এই মুহূর্তে তা দিতে নারাজ তিনি। সব মিলিয়ে দীপিকা-রণবীর যে জমিয়ে সংসার করছেন এ তারই ইঙ্গিত বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।