জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ প্রেম করেন তা তিনি আরও আগেই জানিয়েছেন। কিন্তু তার প্রেমিকার সম্পর্কে কোনও তথ্য দেননি। এবার সেই প্রেমিকাকেই বিয়ে করলেন ‘পোড়ামন-২’ ও ‘দহন’ ছবির মাধ্যমে বড় পর্দায় সাড়া ফেলা নায়ক সিয়াম।
কনে শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে গতকাল রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে সিয়ামের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আর এই বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে হঠাৎ করেই খবর ছড়ায় সিয়াম বিয়ে করছেন। সেদিন কনের বারিধারার বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। কনের বাড়ির গায়েহলুদের খবর জানাজানি হয়ে গেলে সিয়াম তার বাড়ির গায়েহলুদের খবরটি নিয়ে আর রাখঢাক করেননি। গতকাল রাতে সিয়ামের রাজারবাগের বাসায় ঘরোয়া আয়োজনে আরেকটি গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করেন।
অবন্তীর সঙ্গে ৯ বছরের পরিচয় হলেও তাদের প্রেমের বয়স ৭ বছর। তারা দুজনেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বছর চারেক আগে ‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু সিয়ামের। তারও দুই বছর আগে থেকে বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি।