সিন্ধি, কঙ্কোনি দুই রীতিতে বিয়ে থেকে শুরু করে বেঙ্গালুরু রিসেপশন, মুম্বাই রিসেপশন, সবেতেই ট্রাডিশনাল ভারতীয় পোশাকে সেজেছিলেন দীপিকা।
সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ও দীপিকার পরনে ছিল ট্রাডিশনাল সালোয়ার কুর্তা। তবে ১ ডিসেম্ব, শনিবার বলিউডের রিসেপশন পার্টিতে সকলকে চমকে দিলেন তারা।
বলিউডের রিসেপশনে ‘রেড হট’ লুকে সামনে এলেন দীপিকা। আর রণবীরের দেখা দিলেন টাক্সিডোতে।
বলাই বাহুল্য দীপবীরের বিয়ের অনুষ্ঠান থেকে আগের দুটি রিসেপশন পার্টি, সবখানেই চমকে দিয়েছেন বলিউডের এই ‘আইটি কাপল’। তবে বলিউডের রিসেপশন পার্টিতে যে তাদের এভাবে দেখা যাবে তা হয়তো কেউ আশা করেননি।