
এবার সাবিলা
ডিসেম্বর ২১, ২০১৮জনপ্রিয় নায়িকা পপি থেকে শুরু করে এ প্রজন্মের মডেল-অভিনেত্রীরা ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন।
হাল সময়ের দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী সাবিলা নূরকে এবার ওয়েব সিরিজে দেখা যাবে। এহসান কবিরের পরিচালনায় একটি ওয়েব সিরিজে থাকছেন তিনি।
এ ব্যাপারে সাবিলা বলেন, এখন তো সবাই ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। এ ছাড়া এখানে টেলিভিশনের মতো সেন্সরশিপ নেই। গল্পটাকে ঠিকঠাকভাবেই উপস্থাপন করা যায়। এই ওয়েব সিরিজে কাজটি করছি গল্পের কারণে। পুরোটাই বিয়ে বাড়ি সাজিয়ে কাজটি হবে। এখন তো বিয়ে উৎসবের সময়। সেই বিষয়টি মাথায় রেখেই কাজটি করা হচ্ছে। জানুয়ারির প্রথম দিকে ওয়েব সিরিজটির শুটিং হবে।