সারা জেরিন। ‘জ্বী হুজুর’ ছবির মাধ্যমে অভিষেক তার। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক।
একে একে‘রোমিও’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘তোমার জন্য মন কাঁদে’ নামের ছবিগুলো মুক্তি পায়।
এরপর ২০১৬ সালের পর বিরতি নেন। প্রায় দুই বছর পর আবারও ফিরছেন সারা।
‘সাহসী সাংবাদিক’ এবং রুবেল মাহমুদের পরিচালনায় ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের দুটি ছবিতে কাজ করছেন।
এরমধ্যে ‘সাহসী সাংবাদিক’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন সারা জেরিন। আর ‘নিশ্চুপ ভালোবাসা’ ছবিতে গ্রামের এক চেয়ারম্যানের মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।
এ ছবিতে রাশেদ প্রহর, রিপন গাজী ও আফফান মিতুল নামের তিন নায়কের বিপরীতে অভিনয় করছেন সারা জেরিন।