
সাফি উদ্দিন সাফির ‘শুধু তোমাকে চাই’
নভেম্বর ১৩, ২০১৮নতুন ছবির নির্মাণ করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নির্মাতা সাফি উদ্দিন সাফি। নাম ‘শুধু তোমাকে চাই’। এরই মধ্যে এফডিসিতে ছবির নাম নিবন্ধন করা হয়েছে।
‘শুধু তোমাকে চাই’ ছবিতে এ সময়ের জনপ্রিয় সব তারকার পাশাপাশি বেশ কয়েকজন সিনিয়র অভিনয় শিল্পীকেও দেখা যাবে। এমনটাই জানা গেছে। তবে নতুন ছবির ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ নির্মাতা।
বড় আয়োজন করে মহরত অনুষ্ঠানেই সব কিছু জানানো হবে। বিগ বাজেটের ছবির শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতেই।
সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবির মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ওয়ার্নিং, ব্ল্যাক মানি, ফাঁদ – দ্যা ট্র্যাপ, ঢাকার কিং অন্যতম।