
বিয়ে করছেন রাখি
নভেম্বর ২৯, ২০১৮বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। দীপক কালালকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে একথা জানিয়েছেন তিনি।
বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। তবে ভারতে নয়। মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসে বসবে রাখির বিয়ের আসর। পরে ভারতেও হতে পারে একটি অনুষ্ঠান।
ইনস্টাগ্রামে বিয়ের আমন্ত্রণ পত্র পোস্ট করা পরই তাতে কমেন্ট করেন বহু মানুষ। সেখানে এক ভক্তের প্রশ্নের জবাবে রাখি বলেছেন, ‘‘হ্যাঁ, আমরা সত্যিই বিয়ে করতে চলেছি।’’
বিয়েতে আমন্ত্রিতের তালিকা সম্পর্কে রাখিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, ‘‘বলিউডের প্রায় সমস্ত লোককেই আমন্ত্রণ জানাবো আমি। কিন্তু কত জন যাবে আমার বিয়েতে সে ব্যাপারে আমি কিছু বলতে পারব না। কিন্তু শাহকুখ খান, করণ জোহর ও খলি বিয়েতে উপস্থিত থাকবেন বলে আমাকে জানিয়েছেন।’’