
প্রিয়াঙ্কার জন্য গাইবেন হবু স্বামী
নভেম্বর ৪, ২০১৮বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। বিয়ে নিয়ে চলছে নানা পরিকল্পনা।
বেশ কিছু খবরে বলা হয়, জাঁকজমকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন প্রিয়াঙ্কা-নিক। তিন দিন ধরে চলবে বিয়ের নানা আয়োজন। এর মধ্যে বিয়ের সংগীত অনুষ্ঠানে থাকবে বিশেষ চমক। এদিন প্রিয়াঙ্কার জন্য গান গাইবেন নিক। পাশাপাশি বলিউডের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীও অনুষ্ঠানে পারফর্ম করবেন।
জানা গেছে, বিয়ের সংগীত অনুষ্ঠানে নিক তার দলবল নিয়ে গাইবেন। ৪৫ মিনিটের এই পারফরম্যান্সে তিনি প্রিয়াঙ্কার জন্য কিছু রোমান্টিক গান গাইবেন। বিশেষ এই পারফরম্যান্সের ব্যাপারে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা দায়িত্ব পালন করছেন তাদের অবগত করা হয়েছে।
হিন্দু ও খ্রিস্টান এই দুই রীতিতে হবে বিয়ে। বন্ধু ও নিকট আত্মীয়দের নিয়ে হবে বিয়ের এ আয়োজন।