
ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেলেন “মিয়াভাই” ফারুক
নভেম্বর ২৫, ২০১৮দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা “মিয়াভাই” খ্যাত আকবর পাঠান ফারুক আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের কাছ থেকে আজ (রবিবার) সন্ধ্যায় নায়ক ফারুক নির্বাচনে অংশ নেওয়ার টিকেট (মনোনয়ন) গ্রহণ করেন।
গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসন থেকে নায়ক ফারুক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সেই আসন থেকে দলের পক্ষে তাকে মনোনয়ন না দিয়ে ঢাকা-১৭ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে লড়াইয়ের টিকেট দিলো আওয়ামী লীগ।
রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত।