
এবার ক্রাইম রিপোর্টার পরীমণি
নভেম্বর ৬, ২০১৮দেশীয় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে এবার দেখা যাবে ক্রাইম রিপোর্টার হিসেবে ! গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ”প্রীতি” শিরোনামের একটি ওয়েব সিরিজে তাকে দেখা যাবে এমন চরিত্রে অভিনয় করতে।
এ প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম বললেন,”পরীর সঙ্গে ”স্বপ্নজাল” এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তার। তাই সিরিজটিতে পরীকে নেওয়া। থ্রিলারধর্মী সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরী। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই ওয়েব সিরিজটি।”
আর পরীমণি বললেন,”এর আগে সেলিম ভাইয়ের ”স্বপ্নজাল” এ কাজ করতে যেয়ে অনেককিছু শিখেছি। এবারের কাজটি ভিন্ন। নতুন আমেজের নতুন ভাবনার কাজ হবে আমাদের এবার। আশা করছি ক্রাইম রিপোর্টার চরিত্রটি বেশ পছন্দ হবে দর্শকের।”
জানা গেছে, বায়োস্কোপ প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে। ওয়েব সিরিজটিতে পরীমণি ছাড়াও আরও বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে অভিনয় করতে।