
আইসিইউ’তে আমজাদ হোসেন
নভেম্বর ১৮, ২০১৮দেশের অন্যতম গুণী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন আজ সকালে ব্রেন স্ট্রোক করেছেন। তাকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউ’তে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।
আমজাদ হোসেন একাধারে অভিনেতা, পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৯৬১ সালে ”হারানো দিন” চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ”আগুন নিয়ে খেলা” (১৯৬৭)। পরে তিনি ”নয়নমনি” (১৯৭৬), ”গোলাপী এখন ট্রেনে” (১৯৭৮), ”ভাত দে” (১৯৮৪) শিরোনামের ছবিগুলো নির্মাণ করে প্রশংসিত হন।
”গোলাপী এখন ট্রেনে” এবং ”ভাত দে” চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (১৯৯৩) ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এছাড়া সাহিত্য রচনার জন্য তিনি ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।