কলকাতার বাণিজ্যিক ধারার সিনেমার জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জী। এছাড়া হিন্দি, ওড়িয়া, তেলুগু— ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন তিনি।
কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। শুধুমাত্র প্রসেনজিতের নায়িকা হয়েই ৩৫টি সিনেমা করেছেন। যার মধ্যে ২২ টি ছিল সুপার হিট।
কিন্তু দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই রচনা। এখন ‘দিদি নম্বর ওয়ান’ টেলিভিশন শো উপস্থাপনা নিয়েই ব্যস্ততা তার। এদিকে সময় পেলেই দেশ-বিদেশি ঘুরে বেড়ান এই অভিনেত্রী। সাধারণত শাড়ি পরা অবস্থায় রচনাকে দর্শক বেশি দেখে থাকেন। তবে নিজের সেই বউমা ইমেজ ঝেড়ে ফেলে খানিকটা ছোট পোশাকে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।
বোল্ড লুকের ছবিতে দেখা যায়, নীল হল্টার নেক টপ এবং হটপ্যান্টে এ যেন অন্য এক রচনা। থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। সেখান থেকেই এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
এদিকে সিনেমায় নেই তার কোনও ব্যস্ততা। তবে রচনা নাকি চাইছেন আবারও সিনেমায় অভিনয় করতে। এসব কথা নাকি কাজের মানুষদের বলছেন এই অভিনেত্রী।