আজ ১২ অক্টোবর দেশের ১০০ টি সিনেমা হলে ‘মাতাল’ এবং ৭০ টি প্রেক্ষাগৃহে ‘নায়ক’ ছবিটি মুক্তি পাবার কথা ছিল। কিন্তু নতুন সিনেমাকে পুরোনো সিনেমা হিসেবে মুক্তির অভিযোগে ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমা দুটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবি দুটির ওপর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়েছে।
‘মেঘ কন্যা’ ছবির প্রযোজক এই রিট করেন। এদিকে নায়ক ও মাতাল মুক্তি না পেলেও মেঘ কন্যা ছবিটিও খুব বেশি হল পায়নি। ১০ টিরও কম হলে আজ থেকে প্রদর্শিত হচ্ছে ছবিটি। শুরু থেকেই ছবিটি প্রদর্শন করতে আগ্রহ ছিল না হল মালিকদের।
শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছেন সাইমন, অধরা, শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজসহ অনেকে।
অন্যদিকে যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পি, অধরা, মৌসুমী, অমিত হাসানসহ অনেকে।