‘তোলপাড়’ সিনেমার গাইলেন সংগীতশিল্পী ইমরান এবং কনা। গতকাল সন্ধ্যায় ফোকাস মাল্টিমিডিয়ার স্টুডিও তে এই গানের রেকডিং সম্পন্ন হয়।
ছবিতে মোট গান থাকছে চারটি। গানের কন্ঠ দিয়েছেন ইমরান, বেলাল খান, কনা, এবং শিশু শিল্পী ক্রেজি।
সংগীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।
তোলাপাড় সিনেমার মোট দুইজন নায়িকা থাকছে। তাদের একজন হলেন মৌমিতা। আরেকজন নায়িকা এখনও ঠিক হয়নি। নায়ক হিসেবে আছেন সনি রহমান।
পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এরই মধ্যে ছবির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।