
আইয়ুব বাচ্চু স্মরণে লাইভ স্টুডিও কনসার্ট
অক্টোবর ২৫, ২০১৮কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে আরটিভি লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’-এর এবারের বিশেষ পর্ব সাজানো হয়েছে।
বিশেষ এই পর্বে গান গাইবেন সংগীতশিল্পী আলম আরা মিনু, মাইলস-এর শাফিন আহমেদ, সোলসের নাসিম আলী খান, অবসকিওর ব্যান্ডের টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, মেহরীন প্রমুখ।
বিশেষ পর্বের আয়োজনে উপস্থিত থাকবেন কবির বকুল, আসিফ ইকবাল, লতিফুল ইসলাম শিবলী প্রমুখ।
অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার হবে আজ ২৫ অক্টোবর, রাত ১১ টা ২০ মিনিটে। প্রযোজনা করবেন শাহ্ আমীর খসরু।