
বিয়ে নিয়ে মুখ খুললেন দীপিকা
সেপ্টেম্বর ২, ২০১৮বিয়ে নিয়ে এতদিন চুপ ছিলেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। এদিকে আবার হিন্ট দিতেও ছাড়ছিলেন না দু’জনের কেউই।
আর তাতেই দিনে দিনে রণবীর-দীপিকার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে বেড়েই চলেছিল উন্মাদনা। বাঁধ ভাঙছিল ধৈর্য্যের।
আবারও হিন্ট দিলেন দীপিকা। কবে বিয়ে করছেন? দীপিকার উত্তর ‘খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন।’
আর এই উত্তরেই চারিদিকে হৈ চৈ। বিয়ে নিয়ে দীপিকা যে শেষ পর্যন্ত মুখ খুললেন, তাই যেন ভক্তদের কাছে বিরাট ব্যাপার। কেননা দীপিকার মুখে এই কথা শোনার জন্যই যেন এতদিন অপেক্ষা করছিলেন দর্শক।
সঞ্জয় লীলা বানশালীর ‘রামলীলা’ ছবি থেকেই দীপিকা আর রণবীর দু’জনে ডেট করছেন বলে বলিউডে গুঞ্জন।
এরপর‘পদ্মাবত’এর সেটে দু’জনের ঘনিষ্ঠতা আরও বাড়ে। গুজব এও রটে যে, এই বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু’জনে। কিন্তু কবে যে চার হাত এক হচ্ছে তার কোনও ইঙ্গিত নেই দুই তরফেই।
এই প্রথমবার এত সোজাসুজি কথা বললেন দীপিকা। কিন্তু কত শীঘ্রই যে সে খবর জানা যাবে তা খোলসা করলেন না অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে নভেম্বরের শেষেই নাকি ইতালিতে চার হাত এক হতে চলল।