দেশীয় চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নির্মাতা জুটি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এবং সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও আলোচিত নবাগত নায়িকা অধরা খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ”নায়ক” ছবিটির প্রথম গান প্রকাশ হতে যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর ছবিটির ”এলোমেলো” শিরোনামের এই গানটি ইউটিউবে প্রকাশ করা হবে। ছবিটির অন্যতম নির্মাতা এম.এন.ইস্পাহানি বিষয়টি নিশ্চিত করেছেন।
”এলোমেলো” শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনা। গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু ও গানটির সুর-সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
এ প্রসঙ্গে এম.এন.ইস্পাহানি বললেন,”দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখেই আমরা এই রোমান্টিক গানটি প্রথমে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। গানটির কথা, সুর ও সংগীত দুর্দান্ত। আশা করছি এই গানটি সবার ভালো লাগবে। সাথে এটাও আশা করছি ”নায়ক” ছবিটি দর্শকদের ভালো লাগার ছবির মধ্যে জায়গা করে নিবে।”
”জাদুর কাঠি মিডিয়া” প্রযোজিত ”নায়ক” ছবিটিতে বাপ্পী- অধরা খান ছাড়াও আরও অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান প্রমুখ।