জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান জুটির প্রথম ছবি ”নায়ক” এর প্রথম গান প্রথম গান ”এলোমেলো” মুক্ত হলো ইউটিউবে। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক জুটি ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির মুক্ত পাওয়া গানটির কথা লিখেছেন মিজানুর রহমান লাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ইমরান ও কনা। আর গানটির সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
”আমি বলতে পারি না/প্রিয় গুছিয়ে কথা/চেয়ে থাকি অকারণ/ভাবি শুধু অযথা/তবে আমার কি দোষ বলো..তোমাকেই ভালোবাসি তাই/আমি এলোমেলো হয়ে যাই” এমন কথার গানটিতে বাপ্পি এবং অধরাকে দেখা গেছে রোমান্টিক মুডে। গানটির দৃশ্যায়ন এবং বাপ্পি-অধরার রসায়নেও রয়েছে বেশ চমক।
”নায়ক” ছবিটিতে বাপ্পি-অধরা ছাড়াও আরও অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
”এলোমেলো” শিরোনামের এই গানটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে :