
পূর্ণিমার নতুন খবর
সেপ্টেম্বর ১৯, ২০১৮জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আপাতত উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার তিনি খুঁজবেন নেক্সট টিউবার। ভিডিও কনটেন্ট নির্মাতা খোঁজার জন্য পূর্ণিমার সঙ্গে থাকবেন ইরেশ যাকের, ইউটিউবার তামিম মৃধা ও শৌভিক আহমেদ।
বাংলালিংক দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল রিয়েলিটি শো ‘নেক্সট টিউবার’। আর এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন ‘মনের মাঝে তুমি’ খ্যাত নায়িকা।
আগামীকাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হবে ভিন্ন ধারার এই আয়োজন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই প্রতিযোগিতা প্রথম শুরু হয় গত বছরের শেষ দিকে। প্রথম আসরে সাড়া পায় আয়োজক প্রতিষ্ঠান। সেই প্রতিযোগিতায় ভিডিও কনটেন্ট বানিয়ে বিজয়ী হয়েছিলেন ফিউশন প্রোডাকশন্স-এর আহনাফ নাসিফ ও রাফিদ মাহাদী।
নেক্সট টিউবারের মতো উদ্যোগ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে সাহায্য করবে বলে মনে করছে আয়োজক প্রতিষ্ঠান।