
সালমান শাহ উৎসব
আগস্ট ১২, ২০১৮দেশীয় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান তিনি। সালমান শাহ এখনও ভক্তদের কাছে তুমুল জনপ্রিয়। তার কোটি কোটি ভক্ত আজও তাকে স্মরণ করেন শ্রদ্ধাভরে।
এবার নায়ককে নিয়ে ঈদে অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব’। আগামী ৬ সেপ্টম্বর প্রয়াত এই নায়কের প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবসকে ঘিরেই এই উৎসবের আয়োজন করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি।
উৎসবের অংশ হিসেবে চ্যানেলটির ঈদ আয়োজনে প্রচার হবে সালমান শাহ অভিনীত আটটি ছবি। ঈদের দিন সকাল ১০টায় প্রচার হবে ‘মহামিলন’ এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’।
ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টায় প্রচার হবে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ এবং ‘বিক্ষোভ’।