আসছে ঈদ-উল-আযহাকে সামনে রেখে খুব শীগ্রই মুক্তি পেতে যাচ্ছে ”বাংলা গানের যুবরাজ” খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এর নতুন গান ”ও কন্যা তোমারে”। ”নিউ ভিশন বিডি’” এর প্রযোজনায় মুক্তি পাবে এই গানটি। আরেক জনপ্রিয় সংগীত শিল্পী তরুণ মুন্সীর কথা-সুর ও সংগীতে এই গানটির মিউজিক ভিডিওতে তার সাথে মডেল হিসেবে রয়েছেন এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আলোচিত নির্মাতা সৈকত নাসির। গতকাল বিএফডিসিতে এই মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে আসিফ আকবর বললেন,” ঈদ মানেই আনন্দ। তাই ঈদে সবার আনন্দের গান হবে ”ও কন্যা তোমারে” এটাই আমার বিশ্বাস। গানটি শুনলেই সবাই বুঝবেন কেন আমি এই কথা বলেছি। আমি এবং শিরিন শিলা এই প্রথম একসাথে কাজ করলাম একসাথে। বেশ ভালো লেগেছে কাজটি করতে যেয়ে। আশা করছি আমাদের এই ভালো লাগাটা দর্শক-শ্রোতাদেরও ছুঁয়ে যাবে।”
আর শিরিন শিলা বললেন,”এই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করলাম আসিফ ভাইয়ের গানের মডেল হিসেবে। ভালোতো অবশ্যই লাগছে। তবে ভালো লাগার মাত্রাটা আরো বেড়ে যাবে যদি সবাই আমাদের এই কাজটি পছন্দ করেন।”
গানটির প্রযোজনা সংস্থা ”নিউ ভিশন বিডি” সূত্রে জানা গেছে,ঈদের আগেই যে কোন দিন গানটি মুক্তি পাবে।