জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত আলোচিত ছবি ”বেপরোয়া” ঈদ-উল-আজহায় মুক্তি পাবার কথা রয়েছে। ছবিতে ববির বিপরীতে আছেন রোশান। পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। ঈদে ছবিটির মুক্তিকে সামনে রেখে গতকাল ছবিটির টাইটেল সং প্রকাশ করা হয়েছে।
”বেপরোয়া” শিরোনামের এই গানটিতে রোশানকে একাই একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে ও গাইতে দেখা যায়। রোশান-ববি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।
”বেপরোয়া”র গানটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে :