
ববির মন খারাপ কেন?
আগস্ট ৩০, ২০১৮গেলো ঈদে ববি অভিনীত দুটি ছবি মুক্তি পাবার কথা ছিল। এর মধ্যে ‘নোলক’ ছবির শুটিং শেষ না হওয়া। অন্যদিকে ‘বেপরোয়া’র ঈদের ঠিক আগে সেন্সর পাওয়াতে ছবিটি মুক্তির পথ থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান।
তবে এসব কিছু নয়। অন্য কোনও কারণে নায়িকা ববির মন খারাপ বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গেলো ১৭ আগস্ট ববি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানকার কিছু কথা থেকে ধারণা করা হচ্ছে কেউ তাকে কথা দিয়ে রাখেননি। এমন কিছু ঘটেছে যা তিনি কাউকে বলতেও চান না। আসলে কী হয়েছে ববির এই প্রশ্নই চারদিকে ঘুরাফেরা করছে।
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ববি এড়িয়ে যাচ্ছেন। কাউকেই কিছু বলতে চাইছেন না। শোনা যাচ্ছে, ববি নাকি ব্যক্তিগত কোনও ঝামেলায় পড়েছেন। আর এই ঝামেলা প্রেম ঘটিত কিনা সেকথাও জানা যায়নি। তবে বিজলী খ্যাত নায়িকা সব সময়ই বলে এসেছেন তিনি কোনও রিলেশনশিপে নেই।
তাহলে ববির হয়েছেটা কী। এই প্রশ্নের উত্তর মিলছে না কোথাও!