জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি কাজ করলেন নতুন টিভি বিজ্ঞাপনে। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত জয়া আহসানের এই নতুন বিজ্ঞাপনটি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পণ্য ‘চাষী’র। গেলো ৫ আগস্ট বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এই বিজ্ঞাপনটির মধ্য দিয়ে প্রায় প্রায় চার বছর পর টিভি বিজ্ঞাপনে কাজ করলেন জয়া।
এ প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘অনেকদিন পর টিভি বিজ্ঞাপনে কাজ করা হলো। এই বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। আর কাজটিও ভালো হয়েছে। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।’
জানা গেছে, জয়ার এই নতুন বিজ্ঞাপনটির প্রচার খুব শীগ্রই শুরু হবে। উল্লেখ্য, জয়াকে সর্বশেষ ২০১৪ সালে নার গ্রুপের কাইট মোটরসাইকেলের টিভি বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো। আর বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন মাহফুজ আহমেদ।