
গল্প নির্ভর সিনেমা পেলে কাজ করবেন সুইটি
আগস্ট ৩০, ২০১৮জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী তানভীন সুইটি। একটা সময় নিয়মিতভাবে দেখা গেছে এই পর্দা কন্যাকে। তবে ইদানিং ছোট পর্দার তার উপস্থিতিটা একটু কম। এর কারণ হলো সুইটি বেছে বেছে কাজ করে থাকেন। মানসম্মত কাজ হলেই করে থাকেন তিনি।
এখন তার অভিনীত ‘ব-তে বন্ধু’ ধারাবাহিক নাটকটি দুরন্ত টিভিতে প্রচার শুরু হয়েছে। এছাড়া অনিমেষ আইচের পরিচালনায় তিনি ‘দ্য গুড দ্য বেড দি আগলি’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন।
এরই মধ্যে ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচারও শুরু হয়েছে। তানভীন সুইটি বলেন, ‘গল্পটি শোনার পর ভালো লেগেছে। তাইতো কাজটি করতে রাজী হয়ে গেলাম। দর্শকরাও পছন্দ করছেন।’
এদিকে গুণী এই অভিনেত্রী জন্মদিন আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট)। জন্মদিন নিয়ে তানভীন সুইটি বলেন, ‘জন্মদিনে তেমন কোনো বিশেষ আয়োজন নেই। তবে জন্মদিনের পুরোটা সময় এবার বাসাতেই থাকব।’
বর্তমানে তানভীন সুইটি ‘অভিনয় শিল্পী সংঘ’র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নাটকে অভিনয়ের বাইরে চলচ্চিত্রেও কাজের ইচ্ছে আছে সুইটির। গল্প নির্ভর সিনেমা পেলে কাজ করতে চান তিনি।